লাঠি চন্দন মাটির কার্যকারিতা ও ব্যবহারঃ
০১.চন্দন ও গোলাপজল একসাথে মিশিয়ে প্যাক তৈরি করে গলায় ও ঘাড়ে ম্যাসেজ করুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।
০২. রোদে পড়া দাগ হলে শসার রস, চন্দন, দই একসাথে মিশিয়ে ত্বকে লাগান। ২০/২৫ মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এ ফেসপ্যাক ত্বকের রোদে পোড়া ভাব কমাবে।
০৩. চোখের চারপাশে ডার্ক সার্কেল দূর করতে গোলাপ জলের সাথে চন্দন মিশিয়ে লাগান। সারা রাত রেখে সকালে ধুয়ে ফেলুন। এক সপ্তাহ নিয়মিত ব্যবহার করুন।